নেইমারকে নিয়ে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ অগাস্ট ২০১৯ ০৭:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে পিএসজি থেকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছে বার্সেলোনা- অনেক দিন ধরে এমন গুঞ্জন শোনা গেলেও এবার বিষয়টি নিয়ে কাজে নেমেছে কাতালান ক্লাবটি। কিন্তু প্রথম প্রচেষ্টাতেই হতাশ হতে হয়েছে তাদের। নেইমারকে নিয়ে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি।

বিষয়টি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনএফসিকে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। জানা গেছে, নেইমারকে ফিরে পেতে পিএসজিকে ১৯ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তাতে রাজি হয়নি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

প্রস্তাব অনুযায়ী, অগ্রীম ৪ কোটি ইউরো দিয়ে আপাতত ধারে নেইমারকে দলে টানতে চায় বার্সেলোনা। মৌসুম শেষে আরও ১৫ কোটি ইউরো দিয়ে ব্রাজিলিয়ান এই তারকাকে স্থায়ীভাবে একেবারে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে শর্তে।

কিন্তু নেইমারের জন্য করা বার্সার এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। তারা চায় পুরোপুরিভাবে নেইমারকে কোন ক্লাবের কাছে বিক্রি করে দিতে। নেইমারের জন্য অনেক বেশি অর্থ চাইছে পিএসজি। অবশ্য ব্রাজিলিয়ান এ তারকাকে পেতে দর কষাকষির সুযোগ রাখছে কাতারি মালিকানাধীন ক্লাবটি।

উল্লেখ্য, ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।