মিয়ানমারে সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ১৯

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ অগাস্ট ২০১৯ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

মিয়ানমারে সেনাবাহিনী আর জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে ঘরছাড়া হয়েছে অন্তত দুই হাজার মানুষ৷

রয়টার্স জানায়, গত সপ্তাহের শুরুতে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য শানে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্স একটি আর্মি কলেজসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়৷ ওই হামলায় হতাহতের ঘটনাও ঘটে।

বুধবার মিয়ানমার সরকারের কর্মকর্তারা জানান, হামলা পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত দুই হাজার মানুষ।

এদিকে ঘরছাড়া মানুষেরা লাশিও শহরের আশপাশের মঠগুলোতে আশ্রয় নিয়েছেন। তাদের ত্রাণ, চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান।