পার্লামেন্টে এমপিপুত্রকে দুধ পান করালেন স্পিকার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ অগাস্ট ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৩ বার।

পার্লামেন্টে  বক্তব্য দিচ্ছিলেন এক এমপি, আর তার নবজাতককে কোলে নিয়ে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্পিকার। এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি পরিষদ কক্ষে।

বিবিসি জানায়, স্পিকার ট্রেভর ম্যালার্ড নিজেই এক টুইটার বার্তায় সেই ছবি প্রকাশ করেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়ে।

শিশুটির বাবা হচ্ছেন দেশটির লেবার পার্টির এমপি টামাটি কফি। জুলাই মাসে প্রেমিকার গর্ভে তার এ শিশু জন্মগ্রহণ করে।

পিতৃত্বকালীন ছুটি শেষে বুধবার পার্লামেন্টে ফেরেন কফি। তার সঙ্গে ছিল শিশু টুটানেকাই স্মিথ কফিও। এদিন পার্লামেন্টে এক বিতর্কে অংশ নেন কফি।

এই লেবার এমপি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার শিশুর দায়িত্ব নিয়ে নেন স্পিকার ট্রেভর। নিজের আসনে বসেই ফিডার বোতলে করে দুধ খাওয়ান তাকে।

এর আগে ২০১৮ সালে নিউইয়র্কে জাতিসংঘে কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন শিশু কোলে বক্তব্য দেন। একই বছরে ব্রিটিশ এমপি হো সুইনসনও শিশু কোলে পার্লামেন্টের বিতর্কে অংশ নিয়েছিলেন। এর আগের বছরে অস্ট্রেলীয় সিনেটর লারিসা ওয়াটার্সও শিশুকালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন।