ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার শেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসসহ জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অগাস্ট ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১৩ বার।

বগুড়ার শেরপুরে বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসীকে জরিমানাও করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- পৌরশহরের হাটখোলা রোড এলাকার ভুঁইয়া ফার্মেসী ও ডন ফার্মেসী। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরাফাত হোসেন।  

ভ্রাম্যমাণ আদালতের ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৯৪০সালের ওষুধ আইনে ভুঁইয়া ফার্মেসীকে নয় হাজার টাকা ও ডন ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওইসব ওষুধ ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে-এমনটাই দাবি করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন আরও বলেন, যেখানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে সেখানেই অভিযান ও জেল-জরিমানা করা হবে। একইসঙ্গে লাইসেন্সবিহীন ওষুধের দোকানগুলোতেও এই অভিযান অব্যাহতভাবে পরিচালনা করা হবে।