১০ মিনিট অন্ধকার শাহজালাল বিমানবন্দর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৯ ০৭:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

১০ মিনিট অন্ধকার ছিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের সবচেয়ে বড় বিমানবন্দরটির এমন দশা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় বিমানবন্দরে। মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে লিফটে আটকা পড়েন। খবর যুগান্তর অনলাইন 

এভাবে ১০ মিনিট কেটে যায়। দুপুর ১২টা ১০ মিনিটে বিদ্যুৎ সচল হয়। তখন সবার মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানা যায়নি।