নওগাঁয় বিএফএর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮ ১২:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

ইরি বোরো মওসুমে কৃষকের মাঝে নিরবচ্ছিন্ন ভাবে সার সরবরাহের লক্ষ্যে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখার আয়োজনে  ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মিজানূর রহমান। সভাপতিত্ব করেন বিএফএর নওগাঁ জেলা কমিটির সভাপতি মো: রেজাউল করিম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক তনোজিৎ কুমার মল্লিক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং  বিএফএর সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সরকারী গুদামে চাহিদার চেয়ে অনেক বেশী পরিমান সার মজুদ আছে। সংকট কিংবা দাম বৃদ্ধির মত কোন ঘটনার সুযোগ নেই। সভায় ইরি বোরো মওসুমে কৃষকের মাঝে সার সরবরাহের একটি খসড়া পরিকল্পনা প্রনয়ন করা হয়। এছাড়া সার সরবরাহের সময় মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি ও শস্য উৎপাদনের উপর  গুরুত্ব আরোপ করেন বক্তারা।
মত বিনিময় সভায় জেলার সার ডিলার ছাড়াও ১১ টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।