ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নওগাঁয় গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস্য নিধনের দায়ে ১২ জনের কারাদণ্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৯ ১৩:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস্য নিধনের দায়ে ১২ জনকে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের বিমল দাসের ছেলে প্রদ্যুত দাস(২২), মৃত জেহের প্রাং এর ছেলে মো. সাত্তার (৩৮), মৃত আহসানউল এর ছেলে মোনায়েম(৪৮), মৃত শমসের এর ছেলে কাসেম(৫০), মফিজ এর ছেলে জুয়েল(২৫), মৃত নরেন্দ্রনাথের ছেলে নিপেন(৪৮), মৃত হিমাংসু দাসের ছেলে জীবন(৫০), মনিরুদ্দির প্রাং এর ছেলে রহিদুল (৩০), নবান প্রাং এর ছেলে জুয়েল(২৫), নূর প্রামানিকের ছেলে শহিদুল (৪০), রঘুনাথ দাসের ছেলে গুপিনাথ দাস(৪০), মৃত অফির উদ্দিনের ছেলে আমজাদ(৪০) এবং জামগ্রামের মৃত ইসাদ আলীর ছেলে মো.ইছাহাক আলী (৫০)।

জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছধরা হচ্ছে এমন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন , আত্রাই থানার এসআই হাইদার আলী, এসআই সাইফুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।