শোক দিবস উপলক্ষে

বগুড়ায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক।

মুজাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এসময় প্রধান অতিথি ২০ জন বিজয়ীর হাতে তিনি পুরস্কার তুলে দেন। 

উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি ইনচার্জ আনিছুল হকের সভাপতিত্বে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার  সহকারী অধ্যাপক আবু রায়হান, গাইবান্ধা্র শহরগফি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষ্ক এম.এ. জাহেদ এবং বগুড়া জিলা স্কুলের সহকারী শিক্ষক (বাংলা) বেগম আরজুমান আরা।