রাঙাপরী মেহেদীতে ঝলসে গেল শিশুর হাত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৯ ১৪:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৩ বার।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাজার থেকে কেনা রাঙাপরী মেহেদীতে মোসা. মুনজিলা খাতুন নামে এক শিশুর হাত ঝলসে গেছে। বুধবার রাতে শিশুটি মেহেদী হাতের তালুতে দেওয়ার কিছুক্ষণ পর জ্বালাপোড়া শুরু করে। এরপর মেহেদী ওঠাতে গিয়ে হাতের তালুর চামড়া উঠে যায়। খবর সমকাল অনলাইন 

মুনজিলা জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর রাজপাড়া গ্রামের মৃত খুদু আলীর মেয়ে। সে ৯৮নং ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজা ফিরোজ জানান, ছত্রাজিতপুর ফুলতলার একটি মুদি দোকান থেকে মুসলিম কসমেটিকস অ্যান্ড হারবাল কেয়ার কোম্পানির রাঙাপরী মেহেদী কেনে মুনজিলা। পরে তা লাগানোর পরই হাত ঝলসে যায়। বৃহস্পতিবার সকালে শিশুটি স্কুলে এলে তার হাতে ব্যান্ডেজ দেখে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে মেয়েটি তার হাত দিয়ে কোন কাজই করতে পারছে না।

প্রধান শিক্ষিকা মোছা. মেরিনা খাতুন জানান, শিশুটির বাবা না থাকায় ঘটনাটি শিশুটির পরিবার গোপন করে। সকালে বিদ্যালয়ে আসার পর তা জানাজানি হয়।

এ সময় তিনি ওই মেহেদী কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিপূরণের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি করেন।