এক মাসের সফরে বাংলাদেশে আফগান ক্রিকেট দল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ অগাস্ট ২০১৯ ১১:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৮ বার।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ, এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রশিদ খান, মোহাম্মদ নবীরা। ঢাকায় পৌঁছানোর পর ১২টার দিকে অভ্যন্তরীণ ফ্লাইটে তারা একমাত্র টেস্টে খেলতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে টেস্টের জন্য ১৫ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। তাদের নিয়ে আরব আমিরাতে করেন কন্ডিশনিং ক্যাম্প। কঠোর পরিশ্রমে ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ঘোচাতে বাংলাদেশে এসেছে তারা।

আগামী ৫ সেপ্টেম্বর সিরিজের একমাত্র টেস্টে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে ১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা।

১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।আ