নওগাঁয় নজরুল একাডেমী উদ্যোগে জাতীয় কবির ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

নওগাঁ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৩০ অগাস্ট ২০১৯ ১২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

নজরুল একাডেমী নওগাঁর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নওগাঁ প্যারিমোহন গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও নজরুল সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

একাডেমীর নওগাঁর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন নওগাঁর ইতিহাস গবেষক ও কবি আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী, সাংবাদিক ফরিদুল করিমসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সাধারন সম্পাদক মীর  আব্দুল বারিক সাচ্চু। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সংগীত শিল্লী সাহিদা বেগম ও আমন্ত্রিত অতিথি শিল্পীবৃন্দ।