আসামের নাগরিক তালিকাকে জাতিগত নিধন বললেন ইমরান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ অগাস্ট ২০১৯ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বিপুলসংখ্যক মুসলিম বাদ পড়ার ঘটনায় কড়া সমালোচনা  করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দেশ রুপান্তর 

আসামে মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার এই নাগরিক তালিকা প্রকাশ করেছে বলে ইমরানের অভিযোগ।

শনিবার সকালে প্রকাশ হওয়া এনআরসি থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এর মধ্যে দিয়ে বিপুলসংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হয়ে পড়লেন। 

এই ঘটনায় এক টুইটার বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, মোদি সরকার যেভাবে মুসলিমদের জাতিগত নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। একই উদ্দেশ্যেই মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে অবৈধভাবে দখল করে নিয়েছে।

ইমরান তার বক্তব্যে আসামের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনাও টেনে আনেন। গত ৫ আগস্ট বিজেপি সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে।