বগুড়ায় বখাটেদের উৎপাত বন্ধে মাঠে নেমেছে র‍্যাব

দোস্ত আউয়াল
প্রকাশ: ৩১ অগাস্ট ২০১৯ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯২ বার।

বগুড়ায় বখাটেদের উৎপাত ঠেকাতে অভিযানে নেমেছে র‌্যাব-১২ এর সদস্যরা। প্রথম দিন শনিবার বিকেলে শহরের অভিজাত জলেশ্বরীতলা এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এস এম মোর্শেদ। বিকেল সোয়া ৪টা থেকে চালানো প্রায় ঘন্টাব্যাপী ওই অভিযানকালে বখাটেপনা এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অভিযোগে পাঁচ কিশোরকে আটক করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।


বগুড়া শহরে বখাটেরা বেশ তৎপর। এর মধ্যে শিক্ষার্থীদের টিউশন, কোচিং এবং একই সঙ্গে একাধিক বিপনী বিতান ও রেস্টুরেন্টের কারণে অভিজাত এলাকা জলেশ্বরীতলায় বখাটেদের উৎপাত সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরাও বখাটেদের তৎপরতায় অতিষ্ঠ। এ বিষয়ে সম্প্রতি জাতীয় দৈনিক সমকাল ও অনলাইন দৈনিক পুণ্ড্রকথায় একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয়। 


শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শেষে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে জলেশ্বরীতলা এলাকায় বখাটেদের উৎপাত চলে আসছিল। অনেকেই এ বিষয়ে আমাদের কাছে অভিযোগও করেছিল। বখাটেদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বখাটেদের তৎপরতা কোনভাবেই মেনে নেওয়া হবে না। তাদেরকে সেই বার্তা দেওয়ার জন্যই আমরা অভিযানে নেমেছি এবং আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।’