টিএমএসএসের উদ্যোগে দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস এতিমখানা ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সচেতনতায় বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদ নিরসনে ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সচেতনতা ও ভোকেশনাল প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার ওই আলোচনার আয়োজন করা হয়।

টিএমএসএস’র উদ্যোগে দিনব্যাপী আয়োজনে জঙ্গিবাদ নিরসনে বিষয় ভিত্তিক উপস্থাপনায় ১২ জন শিক্ষার্থী তাদের মতামত ব্যক্ত করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান। প্রধান বিচারক ছিলেন বগুড়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক। বিচারক প্যানেলে আরও ছিলেন তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমান, টিএমএসএস দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণসহ উপস্থাপনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বক্তব্য রাখেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্রেক্স এর উপদেষ্টা আব্দুস ছোবহান, টিএমএসএস পরিচালক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা ও প্রকল্প সমন্বয়কারী মাহমুদুল হোসেন।