২৫ মিনিট ধরে লিফটে আটকা পোপ ফ্রান্সিস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

প্রায় ২৫ মিনিট ধরে বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটে আটকে থাকতে হয়েছে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে।

স্থানীয় সময় রোববার ভ্যাটিকান সিটিতে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, সেন্ট পিটার্স স্কয়ারে রোববার পূর্বনির্ধারিত ভাষণ অনুষ্ঠানে যেতে দেরি হয় পোপ ফ্রান্সিসের। ২৫ মিনিট ধরে ভ্যাটিকানে লিফটে আটকা পড়েন তিনি। এক পর্যায়ে এই ধর্মগুরুকে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করেন। এরপরই তিনি পিটার্স স্কয়ারের উদ্দেশে রওনা হন।

নির্ধারিত সময়ের পরে পৌঁছে ১০ মিনিট দেরিতে ভাষণ দেন পোপ। এ সময় তিনি তার আসতে দেরি হওয়ার জন্য উপস্থিত ব্যক্তিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পোপ ফ্রান্সিস বলেন, 'আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী'।

ভাষণের শুরুতে ক্ষমা প্রার্থনার পর এর কারণ ব্যাখা করেন পোপ ফ্রান্সিস। পোপ জানান, তিনি ভ্যাটিকানে একটি লিফটে আটকা পড়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে এমন ঘটেছে। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।

ভাষণে উদ্ধার তৎপরতার জন্য দমকল বাহিনীকে ধন্যবাদ জানান পোপ ফ্রান্সিস।