নওগাঁয় প্রতিবন্ধী শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

নওগাঁয় প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীর ধর্ষণকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭টি সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী মানবন্ধনে ধর্ষিত চতুর্থ শ্রেণির ছাত্রীর বাবা-মা ও নিকট আত্মীয়রাও অংশ নেন।

মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, বাক প্রতিবন্ধী ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার ধর্ষণের ওই ঘটনায় মামলা করা হলেও পুলিশ ৫ দিনে আসামীকে গ্রেফতার করতে পারেনি। বরং স্থানীয় এক কমিশনারের নেতৃত্বে প্রভাবশালী একটি মহল পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ধর্ষিত শিশুর পরিবারটিকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। বক্তারা অবিলম্বে ধর্ষককে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদ নুরজাহান বেগম, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, মানবাধিকার সংরক্ষন পরিষদের মুন্নী খাতুন, নারী নেত্রী পারুল আকতার ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী মিতালী রায়।