ইরফান-হরভজনের পর বুমরাহর হ্যাটট্রিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন যশপ্রিত বুমরাহ। হরভজন সিং, ইরফান পাঠানের পর ভারতীয় তৃতীয় বোলার এবং দ্বিতীয় পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরাহ। এর আগে ভারতীয় প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছিলেণ ইরফান পাঠান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিক করেছেন জশপ্রিত বুমরাহ। তার বোলিং তোপের মুখে পড়ে স্বস্তিতে নেই স্বাগতিক ক্যারিবীয় দল। প্রথম ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় থাকা দলটি দ্বিতীয় টেস্টে ফলোঅনের শঙ্কায় রয়েছে।

হনুমা বিহারীর সেঞ্চুরি (১২১) আর বিরাট কোহলি (৭৬), ইশান্ত শর্মা (৫৭) ও মায়াঙ্ক আগরওয়ালের ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে বুমরাহর গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়েছে উইন্ডিজ।

রোববার জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে মাত্র ৩৩ ওভারে ৮৭ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত থেকে এখনও ৩২৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ১৪০.১ ওভারে ৪১৬/১০ (বিহারী ১১১, কোহলি ৭৬, ইশান্ত ৫৭, মায়াঙ্ক ৫৫; হোল্ডার ৭৭/৫, কর্নওয়েল ১০৫/৩)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৭/৭ (হিতমার ৩৪, হোল্ডার ১৮, ব্র্যাথওয়েট ১০; বুমরাহ ১৬/৬, শামি ১৯/১)।