বগুড়ার শেরপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি ‘
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২০ বার।

'পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ার শেরপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনিসহ অন্যান্য অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আকতার, খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, মৈত্রীর নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার, ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা আব্দুর রহীম, কৃষি অফিসের কর্মকর্তা মাসুদ আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভা শেষে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতর তিনদিন ব্যাপি এই মেলার আয়োজন করেছে। মেলায় ১৪টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত।