বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ দুই প্রতিষ্ঠানের ৬৫ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭২ বার।

পাট দিয়ে তৈরি চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শেরপুর উপজেলায় দুই প্রতিষ্ঠান মালিকের ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মণ্ডল উপজেলার হামছায়াপুরে ‘আলাল এগ্রো ফুড’ এবং ‘মডার্ণ বেকারি’ নামে দু’টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচাণা করেন।  বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আদালতকে সহায়তা করে।

এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৫ ঘন্টা ধরে অভিযান পরিচালনা করা হয়। আলাল এগ্রো ফুড-এর মালিক তৌহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং মডার্ণ বেকারির মালিক স্বজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।