মাদক ব্যবসার জের

শাজাহানপুরে প্রতিপক্ষের হাতে যুবক ছুরিকাঘাতের শিকার

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

বগুড়া শাজাহানপুর উপজেলার সাবরুল উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির পার্শ্বে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক যুবক। গত রোববার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে ওই যুবকের পেটে ও হাতে মোট ৫টি ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। আহত যুবক ওই গ্রামের মৃত পুটু মিয়ার ছেলে মিজানুর রহমান(৩০)।  এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 
মিজানুর জানান, ওই গ্রামের মাদক ইকুলের ছেলে আপেল(৩০) বেশ কয়েক বছর ধরে মাদক ব্যবসা করে আসছেন। পুলিশ শতাধিক পিছ ইয়াবাসহ আপেলকে গ্রেফতার করে কোর্টে চালান করে। সেই মামলায় ৪মাস আগে জামিনে মুক্ত হয়ে আসে এবং আবারো ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরে। সম্প্রতি পুলিশ আপেলের মোটর সাইকেল আটক করে। পুলিশকে সহযোগীতা করার সন্দেহে আপেল সঙ্গীয় সহযোগী সহ তাকে ছুরিকাঘাত করে। শাজাহানপুর থানার আপেলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বেশ কয়েকটি রয়েছে। স্থানীয়রা জানান, আপেল এবং মিজান দুজনেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক সংক্রান্ত কোন্দলের কারণে একপক্ষ আরেক পক্ষকে ছুরিকাঘাত করেছে।
শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আজিম উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।