রাণীনগরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধারঃ অপহরণকারী গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৯ বার।

নওগাঁর রাণীনগর থেকে অপহৃত স্কুল ছাত্রী (১৩) কে ঘটনার ৯দিন পর ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা শাখার গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এসময় অহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।  এঘটনায় সোমবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন,উপজেলার কামতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেন (২৫), উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে ফুসলিয়ে গত ২৪ আগষ্ট সকালে অপহরণ করে নিয়ে যায় ।  এঘটনায় স্কুল ছাত্রীর বাবা ২৫ আগষ্ট রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।  সাধারণ ডায়েরীর আলোকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের সুত্র ধরে অভিযান চালিয়ে রোববার বিকেলে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে। এর পর রোববার রাতেই রাণীনগর থানাপুলিশের নিকট হস্তান্তর করে। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার স্কুল ছাত্রীকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে এবং অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।