ব্যাটে-বলে দুই বিরল রেকর্ডে ইশান্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

জ্যামাইকা টেস্টে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। দুই বিভাগেই রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি। বোলিংয়ে একটি রেকর্ডে স্বদেশি কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গেছেন ডানহাতি পেসার। ব্যাটিংয়ে আরেকটি রেকর্ডে বসেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পাশে।

বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করা পেসার এখন ইশান্ত। ঘরের বাইরে ৪৬ টেস্ট খেলে ৩৩.২ গড়ে ১৫৭ উইকেট নিয়েছেন তিনি। এতদিন রেকর্ডটি দখলে ছিল কপিলের। ক্রিকেটের দীর্ঘ পরিসরের ৪৫ ম্যাচে ৩০.৮ গড়ে ১৫৫ উইকেট নেন তিনি। দেশের হয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন পেসার জহির খান। বিদেশে ৩৮ টেস্টে ৩১.৩ গড়ে ১৪৭ উইকেট নেন বাঁহাতি পেসার।

যদিও টেস্টে মেন ইন ব্লুদের হয়ে বিদেশের আঙিনায় সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে অনিল কুম্বলের দখলে। ৫০ ম্যাচে কাটায় কাটায় ২০০ উইকেট ঝুলিতে ভরেন তিনি। তবে কুম্বলে ছিলেন ডানহাতি লেগস্পিনার। পেসার হিসেবে এখন বাইরের ডেরায় সর্বোচ্চ উইকেটশিকারী ইশান্তই।

এই টেস্টেই প্রথমবারের মতো হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ইশান্ত। ৮০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে ৪১৬ রানের বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নিজের ১২৫তম ইনিংসে হাফসেঞ্চুরির দেখা পেলেন ৩১ বছর বয়সী টেলএন্ডার। সমসংখ্যক ইনিংসে এসে ক্যারিয়ারে প্রথম টেস্ট অর্ধশতকের দেখা পান অজি পেসার ম্যাকগ্রাও। স্বাভাবিকভাবেই তার পাশে নাম লেখালেন ইশান্ত।

অবশ্য টেস্টে সবচেয়ে বেশি ইনিংস খেলে হাফসেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তার লেগেছে ১৩০ ইনিংস। ইশান্তের প্রশংসা করেছেন প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি হাঁকানো হানুমা বিহারী। তিনি বলেন, সেঞ্চুরি করতে পেরে আমি খুবই খুশি। বড় কৃতিত্ব দিতে হবে তাকে। ওকেই আমার চেয়ে ভালো ব্যাটসম্যান মনে হচ্ছিল। প্রত্যেক বোলারের বিষয়ে সে যেভাবে আমাকে বলছিল, তা সত্যিকার ব্যাটসম্যানদের মতো ছিল।