মোরগের ঠোকরে নারীর মৃত্যু!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

মুরগির খাঁচা থেকে ডিম সংগ্রহ করতে গিয়ে মোরগের ঠোকরে নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী। সোমবার পালিত মোরগের আক্রমণে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। 

গালফ নিউজ জানায়, মুরগির খাঁচা থেকে ডিম সংগ্রহ করতে গিয়ে মোরগের ধারালো ঠোঁটের আঘাতের শিকার হন ওই নারী। শিরায় আঘাতপ্রাপ্ত হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। এতে তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নিহত বয়স্ক নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

এ ঘটনায় মানুষকে তাদের পোষা প্রাণীর ব্যাপারে সতর্ক করেন দেশটির ফরেনসিক গবেষক রজার বেয়ার্ড। এর আগে একইভাবে বিড়ালের পায়ের আঁচড়ে শিরা ছিঁড়ে গিয়ে নিহত হয়েছিলেন আরেক বয়স্ক অস্ট্রেলীয় নারী।

বেয়ার্ড  বলেন, “এগুলো বন্যপ্রাণীদের হামলার মতো কোনো ঘটনা নয়। ঘরে বা আশপাশে পোষা প্রাণীর আঘাতে শিরা ছিঁড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এ ধরনের মৃত্যু ঘটে।”

পোষা প্রাণী দ্বারা আক্রান্ত একাধিক ঘটনা নিয়ে গবেষণা করে তিনি জানান, অধিকাংশ ঘটনার শিকার বয়স্ক ব্যক্তিরা।