ভারতের যে মসজিদ দেখাশোনা করে হিন্দুরা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

তিন গুম্বুজ সম্বলিত ঐতিহাসিক পুরানো মসজিদ, কিন্তু মসজিদটির দেখাশোনা করার মত গ্রামে মুসলমানের সংখ্যা খুব কম। তাই মসজিদের খেদমতে লেগে গেছে স্থানীয় হিন্দুরাই।

এমন অসাম্প্রদায়িক, ধর্মীয় সহমর্মিতার ঘটনা দেখা গেছে ভারতের বিহারের নালন্দার মারি নামের একটি গ্রামে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মারি গ্রামে আগে মুসলমানদের সংখ্যা বেশি থাকলেও নানা কারণে দিনদিন মুসলিমদের সংখ্যা কমে গেছে। মসজিদের খেদমতে সব সময় স্থানীয় মুসলমানরা সময় দিতে পারেন না। যার ফলে অযত্ন অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম মসজিদটি। তাই মুসলিমদের সাথে মসজিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছে স্থানীয় হিন্দুরাও।

এএনআই আরও জানায়, এমনকি মাঝেমধ্যে ওয়াক্তিয়া আজান দেয়ার মতো মুয়াজ্জিন খুঁজে পায়না স্থানীয়রা। তখন স্থানীয় হিন্দুরাই আজানের সময় হলে পেনড্রাইভে সেভ করা আজান মাইকে বাজিয়ে থাকেন।

এ সংবাদ প্রকাশে গত ২৯ আগস্ট এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে স্থানীয় হিন্দুরা মসজিদের দেয়ালে রং করছেন, মসজিদের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নও করছেন এমন কয়েকটি ছবি পোস্ট করেন।

বিহারের সেই গ্রামটির ধর্মীয় সম্প্রীতির এমন নজির ভারতবাসীকে অবাক করেছে। খবর প্রকাশের পর সেই গ্রাম দেখতে ছুটেছেন অনেকেই।