প্রতিবেশীদের বারবিকিউর ঘ্রাণে অতিষ্ঠ হয়ে আদালতে নারী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

প্রতিবেশীদের বারবিকিউর ঘ্রাণে অতিষ্ঠ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী। প্রতিবেশীদের এ কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য আদালতের কাছে তিনি দাবি জানান।

বিবিসি জানায়, প্রতিবেশীদের বারবিকিউ এবং ধূমপানে অতিষ্ঠ পার্থের বাসিন্দা চিলা ক্যারডেন। তিনি জানান, তাদের এই কর্মকাণ্ডের ফলে আবাসিক আইন লঙ্ঘন হচ্ছে।

নিরামিষভোজী এই অস্ট্রেলীয় নারী বলেন, তারা মাছ বারবিকিউ করে। মাছের ঘ্রাণ আমার নাকে এসে লাগে। এমনকি সারাক্ষণ আমার নাকে মাছের ঘ্রাণ লেগে থাকে। এ ছাড়া তাদের কারণে আমি পেছনের চত্বর ব্যবহার করতে পারি না। সেখানে যেতেই পারি না। 

তবে অভিযোগের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেখাতে ক্যারডেনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

পাশের বাসায় থাকা একটি পরিবার এবং আরেক প্রতিবেশীর বিরুদ্ধে ক্যারডেন এ অভিযোগ আনেন।  এ ছাড়া ঘরের সামনে লাইট জ্বালিয়ে রাখা, পোষা প্রাণীদের উৎপাত এবং অপরিকল্পিত বাগান করার অভিযোগও আনেন তিনি। আদালতের ভাষ্য, তার এসব অভিযোগ অযৌক্তিক।