ভারতীয় পেসার শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৭ বার।

স্ত্রীর করা মামলায় ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার কলকাতার এক আদালতে তার ও তার ভাই হাসিত আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে বা জামিনের জন্য আবেদন না করলে গ্রেপ্তার করা হবে এই তারকা ক্রিকেটার ও তার ভাইকে। ২০১৮ সালে স্ত্রী হাসিন জাহান শামির বিরুদ্ধে ঘরোয়া নির্যাতনের অভিযোগ আনেন।

এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন শামি। এর মধ্যেই ‘দুঃসংবাদ’ শোনতে হলো তাকে। বল হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন শামি। জ্যামাইকাতে দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন। তার আগে বিশ্বকাপেও বেশ ছন্দে ছিলেন এই তারকা। মাত্র ৪ ম্যাচ খেলেই ১৪টি উইকেট দখল করে নিয়েছিলেন।

গত বছর শামির বিরুদ্ধে পরকীয়া এবং যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন হাসিন জাহান। সেই সময় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একাধিক স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তিনি। এরপরেই শামিকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই। সাময়িকভাবে খেলার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে অবশ্য বাইশ গজে ফেরেন এই পেসার।