‘বিপর্যয় ঠেকাতে’ ভারত থেকে ওষুধ কেনার সিদ্ধান্ত পাকিস্তানের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

চিকিৎসা ক্ষেত্রে ‘বিপর্যয় ঠেকাতে’ ভারত থেকে ফের ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুর পর প্রতিবেশী দেশটির পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইমরান সরকার।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, ওষুধ আমদানি বন্ধ করে দিলে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হতে পারে এমন শঙ্কায় ওষুধ এবং এর কাঁচামালের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ বাদে অন্য ব্যবসায়িক ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইমরান খানের বিশেষ সহকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধার ধারা ৩৭০ বাতিল করার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরেক দফা খারাপ হয়। আকাশপথ বন্ধ করার পাশাপাশি মোদি সরকারের ওপর নানা ধরনের অবরোধ আরোপ করে দেশটি।