ফেসিয়াল রিকগনিশনে লাগাম টানছে ফেসবুক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

কয়েক বছরের সমালোচনা শেষে ফেসিয়াল রিকগনিশন ফিচারে লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এখন থেকে এই অপশনটি আপনা-আপনি ‘অন’ থাকবে না।

২০১৭ সালে প্রথম এই ফিচার আনে ফেসবুক। ব্যবহারকারীদের সেটিংসে এটি ‘অন’ অবস্থায় ছিল। যার কারণে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কোনো ফেসবুক ব্যবহারকারী আপনি আছেন এমন কোনো ছবি কিংবা ভিডিও আপ করলে আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশন আসত।

অধিকাংশ ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই ফিচারটি জুড়ে দেওয়া হলেও কিছু কিছু ব্যবহারকারী এখনো পাননি।

মানুষের মুখের ছবির এমন ব্যবহার নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক শুরু হয়। ব্যবহারকারীকে এভাবে শনাক্ত করার প্রক্রিয়া প্রযুক্তিবিদেরা ভালোভাবে নেননি। এই প্রযুক্তিতে মূলত ব্যবহারকারীর চেহারা স্ক্যান করে ফেসবুক নিজেদের সার্ভারে রেখে দেয়। যার কারণে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে।

ফেসবুক জানিয়েছে, সামনের কয়েক সপ্তাহে তাদের প্রাইভেসি সেটিংয়ে পরিবর্তন আনা হবে। যাদের Face Recognition সেটিং নেই, তাদের নিউজ ফিডে নোটিশ আসবে। আপনি ‘অন’ করলে তবেই সেটি চালু হবে। আগের মতো আপনা-আপনি হবে না।

নোটিশ দেখার পর কোনো চয়েজ না দিলে সেটিংটি ‘অফ’ অবস্থায় থাকবে। অর্থাৎ অন্য কোথাও আপনার ছবি কিংবা ভিডিও ‘আপ’ হলে আপনি সংকেত পাবেন না।