সিঁড়িতে ফেলে যাওয়া নবজাতক পেল নতুন ঠিকানা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিঁড়িতে ফেলে যাওয়া নবজাতক শিশুটির নতুন ঠিকানা হয়েছে ‘ছোটমণি নিবাস’।

নতুন ঠিকানায় পাঠানোর জন্য বুধবার সকালে হাসপাতাল থেকে শিশুটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নেয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে আদালত থেকে শিশুটিকে ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাস’ এ পাঠানোর নির্দেশ দেয়া হয়। খবর দেশ রুপান্তর।

এর আগে গত ২৫শে আগস্ট বিকেল ৪টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষের সামনের সিঁড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১৫ দিন বয়সী নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে আনোয়ারা নামে এক নারী তাকে কোলে তুলে নেন। পরে সিঁড়িতে শিশুটিকে পাওয়ার বিষয়টি কর্তব্যরত নার্সকে জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।

এরপর থেকে গত ১১ দিন ধরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়াদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয় তাকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়া সার্বক্ষণিক খোঁজখবর রাখেন শিশুটির। মায়ের দুধের তৃষ্ণাও মেটান হাসপাতালে সেবা নিতে আসা প্রসূতিরা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের চিঠির মাধ্যমে শিশুটির বিষয়ে অবগত হওয়ার পর শিশুটির ব্যাপারে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত থেকে শিশুটিকে ঢাকা আজিমপুরের ‘ছোটমণি নিবাস’ এ পাঠানোর নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী বুধবার শিশুটিকে তারা সেখানে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।