বগুড়ার শেরপুরে দিনব্যাপি ফ্রি ভেটেনারি ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

বগুড়ার শেরপুরে প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে দিনব্যাপি ফ্রি ভেটেনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরবর্তী এই ক্যাম্পে পশু-প্রাণীর চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। বুধবার বেলা ১০টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর গ্রামস্থ স্থানীয় আলিম মাদ্রাসা মাঠে এই ভেটেনারি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান পিএএ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ছাড়াও বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব, ঘোড়দৌর এন,পি আলিম মাদ্রাসা সুপার আব্দুস সালাম, প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা এসএম শাহিদুল ইলসাম শাহিন প্রমুখ। ক্যাম্পে বন্যা পরবর্তী পশু-প্রাণীর মাঝে প্রতিশোধক টিকাসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেন ভেটেনারী সার্জন ডা. মো. রায়হানের নেতৃত্বাধীন ভেটেনারি ক্যাম্পের সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা উক্ত ভেটেনারি ক্যাম্পে তিনশ’ বিশটি গরু, দুই শতাধিক ছাগল, দশটি ভেড়া, তিন হাজার মুরগীর মাঝে প্রতিশোধক টিকা, ভ্যাকসিন ও অ্যানথাক্স, ক্ষুরা রোগসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। একইসঙ্গে কৃমিনাশকসহ রকমারি রোগের ওষুধ বিনামূল্যে খামারিদের মাঝে বিতরণ করা হয়।