ধুনটে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষক পেল আমন ধানের চারা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ৬০৬ বিঘা জমিতে আমন ধান চাষ করার জন্য বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০৬জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি চাষের উপযোগি আমন ধানের চারা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক ভাবে আমন চারা বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা। এসময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চলতি বছরের বন্যায় ধুনট উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহযোগিতার জন্য কমিউনিটি বীজতলায় উৎপাদিত রোপা-আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। এক বিঘা জমিতে চাষের উপযোগি রোপা ধানের চারা বিনামূল্যে ৬০৬জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।