বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শেরপুরের কলেজ রোডের সামনে ওই দুর্ঘটনা ঘটে।এতে আহত ৩জন কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে দ্রুত পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা রডবাহী ট্রাকের ড্রাইভার বা হেল্পার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুল। এই নিউজ লেখা পর্যন্ত বাকি নিহত ও আহতদের কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, একটি কলাবাহী ট্রাক( ঢাকা -মেট্রো-ট-২২-৯৬৪৫) বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল।অপরদিকে রডবাহী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রাও- ট- ২২-৮২৬৫) ঢাকা থেকে বগুড়া আসছিল।কিন্তু দুইটি ট্রাকই ভোরে শেরপুর কলেজ রোডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলাবাহী ট্রাকের ২জন এবং রডবাহী ট্রাকের একজন মারা যান।এ ঘটনায় দুইজন গুরতর আহত হয়।
তিনি আরও জানান, ঢাকা থেকে আসা কারেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে আরও একজন আহত হয়।
তবে পুলিশ আহতদের দ্রুত শজিমেকে প্রেরণ করেছে।আর নিহত দুইজনের লাশ কুন্দরহাট পুলিশ ফাঁড়তে এবং আরেকজনের লাশ শজিমেকের মর্গে রয়েছে বলে জানান তিনি।