বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি ২ বছরের সাজার আদেশ প্রাপ্ত ১০ মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে চাকু জাহাঙ্গীরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর উপজেলার সদরপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। বুধবার রাত ২টার দিকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ বছরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতারনা, অর্থ আত্মসাৎ, হুমকি ও মারপিটসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলায় হাজিরা না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছে। এরমধ্যে ২০০৯ সালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা একটি প্রতারনায় তার মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা মূলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য