আজ পাকিস্তান হিংসা করে আগামীতে বিশ্ব করবে: তথ্যমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

‘সব সূচকে বাংলাদেশের যে আগ্রগতি হয়েছে তা দেখে পাকিস্তানের রাজনীতিবীদ ও বুদ্ধিজীবি মহল এখন আক্ষেপ করে। আগামীতে আমাদের শিশু-কিশোররা দেশকে এমন উচ্চতায় নিয়ে যাবে যে পুরো বিশ্ব তখন হিংসা করবে’। খবর দেশ রুপান্তর 

শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘খেলাঘর’ ঢাকা মহানগর উত্তরের মহানগর সম্মেলন ও জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪১’ সালের যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তার উপযোগী হয়ে শিশু-কিশোরদের গড়ে ওঠার আহ্বান জানান। কিশোর বয়সের গুরুত্ব তুলে ধরে তাদের দেশাত্মবোধ, মমত্ববোধ ও মূল্যবোধ জাগ্রত করে মেধার সমন্বয় ঘটিয়ে আধুনিক নাগরিক হিসাবে গড়ে উঠতে বলেন।

হাছান মাহমুদ আশা করেন, আজকের শিশুরা বাংলাদেশকে শুধু স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে না স্বপ্নকেও অতিক্রম করে যাবে।

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাড. মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।