চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

চট্টগ্রামের সিডিএ ১ নম্বর রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। খবর সমকাল অনলাইন 

তারা হলেন- মো. ইউসুফ (২৩), তার ছোট ভাই মো. মুসা (২০) এবং মো. আজিজ ওরফে আইয়াজ (২১)। তারা দুই বছর ধরে উখিয়ার খাইয়াংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে থাকছিলেন। তাদের মধ্যে ইউসুফ ও মুসার বাড়ি মিয়ানমারের মংডুর দুমবাইয়ে, আজিজের বাড়ি মংডুর চালিপাড়ায়। 

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, তারা তুরস্কের ভিসার আবেদন করতে ঢাকা যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন তরুণকে আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পাসপোর্টের ঠিকানা নিয়ে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে স্বীকার করে যে তারা রোহিঙ্গা। ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর সহিংস অভিযান শুরুর পর তারা পালিয়ে বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পের এক দালালের মাধ্যমে তারা ফেনীর আরেক দালালের সঙ্গে পরিচিত হন। ফেনীর দালাল তাদের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়ে নোয়াখালীর ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করিয়ে দেয়। বাংলাদেশি হিসেবে তুরস্কে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে ঢাকায় যাচ্ছিল তারা।