বগুড়ায় সাপের কামড়ে বিধবা’র মৃত্যু

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় সাপের কামড়ে জয়গুন বেওয়া (৬৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়বুন বিলচাপড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। 

নিহতের ভাতিজা ব্যবসায়ী বাচ্চু মিয়া জানান, শনিবার সকাল ৬টায় গবাদী প্রাণিকে খাবার দিতে জয়গুন বেওয়া গোয়াল ঘরে প্রবেশ করে। অন্ধকারে ঘরে অবস্থান নেওয়া সাপ তিনি দেখতে পাননি। গোয়াল ঘরে কাজ করার সময় বিষাক্ত সাপটি তাকে দংশন করে। এসময় তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে যায়। 

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিধবা জয়গুন বেওয়াকে সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। 

উপ-সহকারী কমিউনিটি মেডিকাল অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই বিধবা জয়গুন বেওয়া ইন্তেকাল করেছিলেন।