ইতিহাস ডাকছে আফগানিস্তানকে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭৪ রানের লিড পেয়েছে আফগানিস্তান। হাতে আছে এখনো দুই উইকেট। বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে ঐতিহাসিক জয়ের স্বপ্নে চতুর্থ দিন শুরু করবে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

শনিবার সকালে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা।

তাতে প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড পায় আফগানিস্তান। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দলটির সংগ্রহ ছিল ৩৪২ রান।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। প্রথম ইনিংসের ১৩৭ রানের লিড মিলিয়ে তারা এগিয়ে ৩৭৪ রানে।

অভিষেক টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ওপেনার ইব্রাহিম জাদরান আউট হয়েছেন ৮৭ রানে। মিডল অর্ডারে আসগর আফগান প্রথম ইনিংসের ৯২ রানের পর এবার করেছেন ৫০। ৩৪ রানে অপরাজিত কিপার ব্যাটসম্যান আফসার জাজাই।

এই মাঠে শেষ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে জিতেছিল নিউজিল্যান্ড। আফগানিস্তানের ইনিংস এখনও শেষ হয়নি। কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে, জিততে হলে আগের রেকর্ড ছাড়িয়েও অনেক দূর যেতে হবে বাংলাদেশকে।