ওয়াসিম আকরামকে ছাড়িয়ে হ্যাটট্রিকে মালিঙ্গার শীর্ষ রেকর্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন লাসিথ মালিঙ্গা।

ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরাম সর্বোচ্চ চারটি হ্যাটট্রিক করে শীর্ষেই ছিলেন। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মালিঙ্গা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা পেসার ওয়াসিম আকরাম টেস্টে (১৯৯০ সালে শ্রীলংকার বিপক্ষে লাহোর ও ঢাকায়) দুইবার এবং ওয়ানডেতে (ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮৯-১৯৯০ সালে) দুইবার হ্যাটট্রিক করেছিলেন।

অন্যদিকে লাসিথ মালিঙ্গা ওয়ানডেতে (২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১১ সালে কেনিয়া ও অস্ট্রেলিয়া) তিনবার আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে (২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বোয় ও শুক্রবার পাল্লেকেল্লেতে) দুইবার হ্যাটট্রিক করেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাঁচবার হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েন মালিঙ্গা।

শুক্রবারের আগে ওয়াসিম আকরামের সঙ্গে যৌথভাবে চারটি হ্যাটট্রিক করে শীর্ষে ছিলেন ওয়াসিম আকরাম ও লাসিথ মালিঙ্গা। শুক্রবার হ্যাটট্রিক করার মধ্য দিয়ে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫টি হ্যাটট্রিক করেন মালিঙ্গা।