ইসরোর পাশে বলিউড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৬ বার।

ইতিহাসের দোরগোড়ায় পৌঁছেও সফল হল না ভারত। একেবারে শেষ মুহূর্তে ‘চন্দ্রযান-২’–এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো)। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি মহাকাশবিজ্ঞানীরা।

এতে ভেঙে পড়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) বিজ্ঞানীরা। আর তাদের এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। শাহরুখ খান থেকে শুরু করে প্রায় সব তারকাই টুইট বার্তায় বলেছেন, পাশে আছি।

শাহরুখ খান বলেছেন, 'কখনও আমরা যেখানে পৌঁছাতে চাই, পৌঁছাতে পারি না। আমরা পারব, এই আশা আর বিশ্বাসটাই তো আসল। আমাদের বর্তমান অবস্থা কখনও চূড়ান্ত গন্তব্য হতে পারে না।' 

সানি দেওল বলেছে, 'যোগাযোগ হারিয়ে গেছে। আশা নয়। আমরা ইসরোর জন্য গর্বিত।'

অভিনেতা তুষার কাপুরও ইসরোকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। এ ছাড়া রীতেশ দেশমুখ সান ফ্রান্সিসকোয় বসে চন্দ্রযান ২-এর অভিযান দেখছিলেন। সেখান থেকেই তিনি লিখেছেন, 'ইসরোর জন্য আমরা গর্বিত।'

অনুপম খেরও একই বার্তা  লিখেছেন। সোনম কাপুর, ফারহান আখতারের মতো অনেকে আবার ইসরোর চেয়ারম্যান শিবন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলার ছবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়ার করেছেন। সূত্র: সংবাদ প্রতিদিন