সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হোসনে আরা বেগমকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১৬ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষির্কী স্মরণে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুদ্ধিজীবি বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ওই সম্মাননা প্রদান করা হয়।

সোসাইটি ফর এ্যানলাইটেনিং নেশন (এসওএফইএন) এর মাধ্যমে সমাজ সেবায় অনন্য অবদান রাখায় টিএমএসএস নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।  

এসময় তিনি তার বক্তব্যে বলেন, 'পৃথিবীর মধ্যে বাঙ্গালী জাতির জন্য একটি মাত্র রাষ্ট্র আছে তার নাম বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমগ্র জীবন বিসর্জন দিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশের সর্ব পর্যায়ের আলোকিত বাঙালীদের উচিত বিশ্ব পরিমন্ডলে অগ্রণী ভূমিকা পালন করে জাতির জনকের আদর্শ এবং বাঙ্গালী জাতির মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা।'