বগুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

“বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৬৬ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসটি পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে তারা বলতে চায়, সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। প্রতি বছর একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে সে বছর স্বাক্ষরতা দিবস পালন করা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিমসহ জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।