আয়োজনে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী

বগুড়ায় শেষ হলো আন্তর্জাতিক লোকজ নৃত্য উৎসব

প্রেস রিলিজ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

শনিবার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী আয়োজিত সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক লোকজ নৃত্য উৎসব-২০১৯ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া’র জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, বগুড়া জেলা পরিষদ-এর চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, বগুড়া বিআইআইটি-এর অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ শাহাবুদ্দিন সৈকত, বগুড়া ওয়াইএমসিএ-এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, রানার প্রপার্টিজ বগুড়া জোন-এর পরিচালক মোঃ সাইরুল ইসলাম, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় লোকজ নৃত্য পরিবেশন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের মাঝে বগুড়া জেলা পুলিশ কর্তৃক ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ ও আমরা ক’জন শিল্পীগোষ্ঠীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা। এছাড়া বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ’কে ক্রেস্ট প্রদান করেন। আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে ‘ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ’-এর আগত নৃত্যশিল্পীদের উত্তরীয় ও মেডেল দিয়ে বরণ করে নেয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানের একটি পোষ্টারও প্রদান করা হয়। পরিশেষে ওপার বাংলার স্বনামধন্য নৃত্যদল ‘ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ’ সুকান্ত চট্টোপাধ্যায়’র পরিচালনায় কালীকা প্রসাদ-এর জীবনী নিয়ে নৃত্যালেখ্য ‘মাটির মানুষ’ পরিবেশন করে। দু’দিন ব্যাপী আন্তর্জাতিক লোকজ নৃত্য উৎসবের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন ও অভিভাবক তানজিনা সেলিম।