রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী জোটের রিটা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, শনিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে জোটের শরিক পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। এ আসনে বিএনপি থেকেও চারজন মনোনয়ন চেয়েছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসনে দলীয় প্রার্থীকে সরিয়ে রিটা রহমানকে মনোনয়ন দেয় বিএনপি।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।