টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট এর আয়োজনে জব সেমিনার অনুষ্ঠিত

প্রেস রিলিজ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) এর আয়োজনে ও এসটিইপি প্রকল্পের সহায়তায় দিনব্যাপী টিএমএসএস মহিলা মার্কেট নবাব বাড়ী বগুড়ায়  মঙ্গলবার জব সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দক্ষ কর্মী তৈরী ও চাহিদা সরবরাহে মত বিনিময় করা হয়। 


ওই সেমিনারের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি’র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন।  টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী শাহাদৎ হোসেন, এসটিইপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. নজরুল ইসলাম, টিএমএসএস পরামর্শক ও শিক্ষা ডমিন প্রধান মোঃ খোরশেদ আলম, পরামর্শক ও সাবেক যুগ্ম সচিব নাজমুল হক, পরিচালক মোঃ জাকির হোসেন প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স উত্তরা মোটর্স ইন্ড্রাষ্টি লিঃ এর ম্যানেজিং পার্টনার আব্দুল জলিল ভূঁইয়া ও মাহমুদুন নবী। সেমিনারে অতিথিদের উপস্থিতিতে দক্ষ কর্মী নিয়োগে উদ্যোক্তাদের সাথে টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।