সাত মাসে বজ্রপাতে ২৪৬ মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

চলতি বছর ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাত মাসে বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৪৬ জনের। এ ছাড়া এ পর্যন্ত বজ্রপাতে প্রায় ৯৭ জন আহত হয়েছেন।

‘সেভ দ্য চিলড্রেন’ ও ‘থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামে’র গবেষণায় সম্প্রতি এতথ্য উঠে এসেছে। রবিবার পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, খোলা মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন পত্র-পত্রিকা ও সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত ৩০ নারী, ছয় শিশু, আট কিশোর-কিশোরী ও ২০২ জন পুরুষ নিহত হয়েছেন। 

সাতক্ষীরায় এ পর্যন্ত বজ্রপাতে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।