বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ দুই আসামি গ্রেফতার

দোস্ত আউয়াল
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৫ বার।

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বারপুর মধ্যপাড়ার দুদু মিয়ার পুত্র মোহাম্মদ ইউসুফ ও নিশিন্দারা উত্তরপাড়ার বাবর আলীর পুত্র রুহুল আমিন (৫০)। বগুড়া সদর থানার পুলিশ রবিবার সকাল সাড়ে ৮ টা ও সাড়ে ১১ টায় পৃথক দুটি অভিযান চালিয়ে আসামিদের নিজ এলাকা থেকে গ্রেফতার করে। সদর থানা পুলিশের সূত্র জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ ইউসুফ স্কুল ছাত্র হত্যা মামলায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং রুহুল আমিন চেক ডিসওনারের মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। এর মধ্যে জাবজ্জীবন মামলার আসামি ইউসুফ কোট থেকে এবং রুহুল আমিন সাজা ঘোষণার পর থেকে পলাতক ছিল। বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত উভয়ে মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।