বমি করতে বাসের জানালায় মাথা বের করতেই দ্বিখণ্ডিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বা হাত বের করে দুর্ঘটনার শিকার হ্ওয়ার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। এবার চলন্ত বাসের জানালা দিয়ে বমি করতে গিয়ে মাথার খুলিটাই দ্বিখণ্ডিত হল তরুণীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভারতের মুর্শিদাবাদের লালবাগে।

নিহতের নাম ভানু মণ্ডল। ইতোমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, ভানু মণ্ডল নামে ওই তরুণীর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায়। লালবাগ হাসপাতাল চত্বরে ফলের দোকান ছিল তার। রবিবার সকালে ওই তরুণী জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন।

বাসে ওঠার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর বাসটি লালবাগ যাওয়ার পথে নাকুরতলা এলাকায় বাসের জানালা থেকে মুখ বের করে বমি করতে যান ওই তরুণী।

সেই সময়ই রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে তার মাথা সজোরে ঢুকে যায়। মুহূর্তে দু’ভাগ হয়ে যায় ভানু দেবীর মাথার খুলি। একাংশ ছিটকে পড়ে রাস্তায়। রক্তে ভেসে যায় বাস ও রাস্তা। এরপর বাসের যাত্রীরাই কোনো রকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস চালককে আটকে মারধর শুরু করেন যাত্রীরা। এক ফাঁকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই বাস চালক।

ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।