নওগাঁয় কারামুক্ত ১১ জনের পূনর্বাসনে বিভিন্ন সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নওগাঁ জেলা কারাগারের আয়োজনে ও জেলা সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ এর সার্বিক সহযোগিতায় জেলা কারাগার প্রাঙ্গনে ওই বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ জন মুক্তিপ্রাপ্তদের মাঝে ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। তিনি বলেন, 'কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন প্রদান করলে হয়তো তারা অপরাধ জগত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।'

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার শাহ্ আলম খান, জেলার দেবদুলাল কর্মকার, নওগাঁ সমাজ সেবার অধিদপ্তর বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) ফারজানা ইয়াসমিন, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির এর পরিচালক আলহাজ¦ এম,এ খালেক, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সহ জেলা কারাগার, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।