দ্রুতই ম্যাচটা ভুলতে হবে: সাকিব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

ব্যাটে কিংবা বলে আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে কতৃত্ব করে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ম্যাচের প্রথম দিন থেকেই ব্যাকফুটে বাংলাদেশ দল। পঞ্চম দিন গেছে বৃষ্টির প্রার্থনা করে। কিন্তু বৃষ্টি ম্যাচটা হাতে করে বাঁচিয়ে দিয়ে যায়নি। কিছু কাজ বাংলাদেশকেও দিয়েছিল। ছন্নছাড়া ক্রিকেট খেলে সেই কাজটুকুও করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের মতো নবীন দলের কাছে টেস্ট হারের দুঃসহ স্মৃতি সঙ্গী সাকিবদের। বাংলাদেশ অধিনায়ক ম্যাচের পরে বললেন, যত দ্রুত সম্ভব এই স্মৃতি তাদের ভুলতে হবে। 

হারের কারণ হিসেবে বাজে ব্যাটিং-বোলিংকেই দায়ী করলেন সাকিব। কৃতিত্ব দিলেন আফগানদের। ব্যাটে কিংবা বলে নিজেদের যে সামর্থ্য আছে সেটা প্রয়োগ করতে না পারার জন্য আক্ষেপ করলেন, 'তাদের এই জয় প্রাপ্য। ২০ বছর টেস্ট খেলার পরে আমরা শেখার পর্যায়ে আছি একথা বলার সুযোগ নেই। অনেকদিন বাদেই আমরা টেস্ট ম্যাচ খেললাম। তবে পুরো ম্যাচে আফগানিস্তান আমাদের ওপর চাপ ধরে রেখে খেলেছে।'

বাংলাদেশের সামনে টি-২০ ত্রিদেশীয় সিরিজ অপেক্ষা করছে। জিম্বাবুয়ে ও আফগানিস্তান নিয়ে অনুষ্ঠিত ওই ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোয় চোখ বাংলাদেশ অধিনায়কের। টি-২০ ফরম্যাটেও যে বাংলাদেশ খু্ব ভালো দল নয়। এছাড়া বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ছাড়া তিন জাতের এই টুর্নামেন্টে সুখস্মৃতিও নেই বাংলাদেশের। সাকিব তাই টি-২০ ফরম্যাটে চোখ রাখছেন, 'যত দ্রুত সম্ভব আমাদের এই ম্যাচ ভুলে যেতে হবে। টি-২০ সিরিজের দিকে তাকাতে হবে। তারা টি-২০ ক্রিকেটে ভালো দল। আমাদের তাই টি-২০ বিশ্বকাপ মাথায় রেখে খেলতে হবে।'

ব্যাট হাতে ফিফটি এবং বল হাতে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রশিদ খান। সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্ট নেতৃত্ব দিয়েছেন এবং দলকে জিতিয়েছেনও তিনি। নেতৃত্বের অভিষেকে ফিফটি পাওয়া ও ১০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটারাও রশিদ খান। দারুণ খেলে হয়েছেন ম্যাচ সেরা। রশিদ খান তার ম্যাচ সেরার পুরস্কার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা মোহাম্মদ নবীকে উৎসর্গ করেছেন। বাংলাদেশের মতো একটা দলকে হারানোয় উচ্ছ্বাসিত বলে জানান তিনি।