রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিট এর ত্রাণ বিতরণ

প্রেস রিলিজ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

আর্তমানবতার সেবাই নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট সোমবার সকাল ১১ টায় সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে, বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলার বোহাইল, কর্নিবাড়ি, কাজলা ও সারিয়াকান্দি ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ১লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।

বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মকবুল হোসেন মুকুল প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের, সেক্রেটারী এ,কে, এম সুরুটজামান, কার্যনির্বাহী সদস্য আলী মিসেস এলিজা ইয়াসমিন কেয়া, আবু ওবায়েদ মোঃ বাকি, Mr.Bassam Khaddam, Head of Mission, Qatar Red Crescent, Cahit Sami Gun, এম মাহাবুব এলাহী জুনিঃ সহঃ পরিচালক ডিআর বিভাগ, বিডিআরসিএস। আজীবন সদস্য জনাব মতিউর রহমান মতি, ইউনিট অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, ইউনিটের যুব প্রধান রাশেদা খাতুন রানী এর নেতৃত্বে  ২০ জন যুব ও স্বেচ্ছাসেবক উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে।